Saturday, July 5, 2025
HomeScrollingফাইজারের এক লাখের বেশি টিকা আসছে ২ জুন

ফাইজারের এক লাখের বেশি টিকা আসছে ২ জুন

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ১ লাখ ৬ হাজার টিকা আসছে ২ জুন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার রাতে তিনি বলেন, ২ জুন মোট ১ লাখ ৬ হাজার ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

তিনি বলেন, ‘কোভ্যাক্স কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখে এ সিদ্ধান্ত জানিয়েছে।’

এর আগে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুনে বিশ্বজুড়ে ২ কোটি ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানান।

সোমবার তিনি জানান, মোট আট কোটির মধ্যে প্রাথমিকভাবে বিভিন্ন দেশে ২ কোটি ডোজ করোনা টিকা পাঠানো হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments