Wednesday, July 2, 2025
HomeScrollingসামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না: প্রধানমন্ত্রী

সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না: প্রধানমন্ত্রী

সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০টা গুন্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের একাদশ ও ২০২১ সালের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে ছোটখাটো ঘটনা ছাড়া ভালো ভোট হয়েছে। মানুষ ভোট দিতে পেরেছে।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যাদের গায়ে হাজার কালির ছিটা, তারা আবার এত বড় কথা বলে কোন মুখে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। যেটা মিলিটারি শাসকেরা ঠিক করে দিত, সেটাই হতো। রেজাল্টও পরিবর্তন করা হতো।’

তিনি আরও বলেন, ‘১০টা গুন্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই।’

এ সময় শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করেছে। প্রশংসাতো করলোই না, খালেদা জিয়া বলেছিলেন- জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না।  সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।

এ সময় অনেকটা হাস্যরস করে তিনি বলেন, ‘উপায় নাই, নৌকাতেই চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়। সবাইকে নেব। কিন্তু, বেছে নেব। কেউ যেন আবার নৌকায় উঠে নৌকা ফুটো করতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেতারা যত কথাই বলুক তাদের নেতৃত্বের অভাব রয়েছে। তাদের ওপর থেকে মানুষের আস্থা সরে গেছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের কাছ থেকে মানুষ সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ। তার প্রতিফলন দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে।

এ সময় শেখ হাসিনা সংসদকে জানান, করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments