Saturday, July 5, 2025
HomeScrollingনতুন বছরে ‘কিছু ফোনে’ অচল হবে হোয়াটসঅ্যাপ

নতুন বছরে ‘কিছু ফোনে’ অচল হবে হোয়াটসঅ্যাপ

বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটসঅ্যাপ ১ জানুয়ারি থেকে কিছু ফোনে কাজ করবে না। বার্মিংহাম লাইভ জানিয়েছে, ৩১ ডিসেম্বর মধ্যরাতে পুরোনো মডেলের কিছু ফোনে অ্যাপ অকেজো হয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে যেসব ফোনে আইওএস ৯ অথবা অ্যান্ড্রয়েড ৪.০.৩ থাকবে না, সেসব ফোনেই হোয়াটসঅ্যাপ বন্ধ হবে।

আইফোন ৪-সহ বেশ কিছু মডেল এই অপারেটিং সিস্টেমে চলছে।

আপনার ফোন যদি আইফোন ৪এস, আইফোন ৫ এবং আইফোন ৫এস, আইফোন ৫সি, আইফোন ৬ এবং আইফোন ৬এস মডেলের হয় তাহলে সফটওয়্যার আপডেট করে আইওএস ৯ করে নিতে হবে।

যাদের ফোনে আপডেট হবে না, তারা চ্যাটিং ইতিহাস হারাতে না চাইলে ব্যাকআপ করে রাখতে পারেন।

এটি করতে হলে যে চ্যাট সেভ করতে চান, সেটিতে গিয়ে গ্রুপ ইনফোতে ক্লিক করতে হবে। এবার ‘Export Chat’ অপশন পাবেন। এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments