Tuesday, April 23, 2024
HomeScrollingসম্মেলনে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

সম্মেলনে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক |

নিউমার্কেট খুলে দেয়া হয়েছে এমন খবরে ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। শিক্ষক ও পুলিশ, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে ফেরত পাঠান।

বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের দাবি-দাওয়া ও কর্মসূচি তুলে ধরবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বলেন, ‘কিছু উৎসুক জনতা নিউমার্কেটের সামনে জড়ো হয়েছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উৎসুক জনতাকে ধাওয়া করেন। শিক্ষক ও আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক।’

এর আগে, বুধবার বিকেলে ঢাকা কলেজের হল বন্ধ রেখে নিউমার্কেট খুলে দেওয়ার খবর জানতে পেরে শিক্ষার্থীরা ধীরে ধীরে ঢাকা কলেজের মূল ফটকে জড়ো হতে থাকেন। গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত না করে হুটহাট নিউমার্কেট খোলার প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, সুষ্ঠু তদন্ত ও বিচার না করে নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না। এ সময়ে নিউমার্কেট ও আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীদেরও অবস্থান নিতে দেখা গেছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments