Friday, April 26, 2024
HomeScrollingম্যাচ স্থগিত হওয়ায় ফিফার দুঃখ প্রকাশ

ম্যাচ স্থগিত হওয়ায় ফিফার দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক।।

ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে থাকে কোটি কোটি ফুটবল অনুরাগী। ব্যতিক্রম ছিল না রবিবার রাতেও। তবে এদিনের বিশ্বকাপ বাছাই ম্যাচটি কিক অফের কয়েক মিনিট পরই স্থগিত হয়ে যায়। যে জন্য সোমবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে ফিফা।

রবিবার সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও আর্জেন্টিনার তিন ফুটবলারকে ধরতে মাঠে ঢুকে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আগে থেকেই চার খেলোয়াড়ের ম্যাচে অংশ নেওয়া নিয়ে আপত্তি ছিল তাদের। যাদের তিনজনই ছিলেন শুরুর একাদশে। তারা মনে করছে ওই খেলোয়াড়রা কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করেছেন।

এ ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে ব্রাজিল স্বাস্থ্য কর্মকর্তাদের হাতাহাতিও হয়। একপর্যায়ে মাঠ ছেড়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা। প্রায় এক ঘণ্টা পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে।

সাউথ আমেরিকান ফুটবলস গভর্নিং বডি- কনমেবল জানিয়েছিল, রেফারি এবং ম্যাচ কমিশনার তাদের রিপোর্ট ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে জমা দেবেন। তারাই পরবর্তী নির্দেশনা জানাবে।

ফিফা এরই মধ্যে প্রতিবেদন পেয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদন বিশ্লেষণ করে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments