Thursday, April 25, 2024
Homeজামালপুরজামালপুরে পৌর মেয়রের নির্দেশে ভেঙ্গে দেওয়া হলো নিম্নমানের প্যালাসাইডিং

জামালপুরে পৌর মেয়রের নির্দেশে ভেঙ্গে দেওয়া হলো নিম্নমানের প্যালাসাইডিং

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর পৌরসভার একটি প্যালাসাইডিং এর নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় পৌর মেয়রের নির্দেশে তা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তিরুথা বামুনপাড়া এলাকায় প্যালাসাইডিং এর কাজ ভেঙ্গে দেওয়ার পাশাপাশি দরপত্রের শর্ত মোতাবেক কাজটি নির্মাণ করে দিতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলম কন্সট্রাকশন ৫ লাখ ১৪ হাজার টাকা ব্যায়ে ১০০ মিটার প্যালাসাইডিং এর কাজ শুরু করেন।
জামালপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল সুমন জানান, পৌর কর্তৃপক্ষকে না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আলম কন্সট্রাকশন কাজটি শুরু করেন। পরে স্থানীয় এলাকাবাসী কাজটি বাঁধা দিয়ে জামালপুর পৌরসভার মেয়রকে জানান। মেয়র ছানোয়ার হোসেন ছানুর নির্দেশনায় আমরা সেখানে গিয়ে দেখি কাজটি নিম্নমানের হয়েছে ও সিডিউল মোতাবেক হয়নি। পরে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর নির্দেশে পৌরসভা কর্তৃপক্ষ নিম্নমানের সেই ৩০ মিটার প্যালাসাইডিং ভেঙ্গে গুড়িয়ে দেয়। সেই সাথে ঠিকাদারকে দরপত্রের শর্তানুযায়ী প্যালাসাইডিং নির্মাণ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল সুমন ও আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, প্যালাসাইডিং নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় তা ভেঙ্গে দেওয়া হয়েছে। জামালপুর পৌরসভার কাজ করতে হলে দরপত্রের নিয়ম মেনেই কাজ করতে হবে। আগামী দিনেও জামালপুর পৌরসভায় কোন নিম্নমানের কাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও বলেন তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments