Friday, March 29, 2024
HomeScrollingজামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর পৌরসভাসহ সদর উপজেলার দুইটি ইউনিয়নে সরকার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে।

শনিবার সকালে পৌরসভার শেখেরভিটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোক্তার হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. শফি আফজালুল আলম, পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক জীবন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, সরকারের মানবিক উদ্যোগে সারাদেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে ১ হাজার সুবিধাভোগীর মধ্যে এ টিসিবির পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, জামালপুর পৌরসভার ৩, ৫ ও ১১ নং ওয়ার্ডসহ সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড, বাঁশচড়া ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে মোট ৮হাজার ৫শ ১৭ জন কার্ডধারী ভোক্তারা পাবেন এই টিসিবির পণ্য।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments