Thursday, March 28, 2024
HomeScrollingকরোনা নিষেধাজ্ঞা বাড়াল সিঙ্গাপুর

করোনা নিষেধাজ্ঞা বাড়াল সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক।।

করোনা মহামারিকালে বুধবার সর্বোচ্চ ১৮ জন মৃত্যুর পর আরও এক মাস বিধিনিষেধ বাড়িয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানায়, পরিস্থিতি বিবেচনা করে চলমান নিষেধাজ্ঞা ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার দেশটিতে ৩ হাজার ৮৬২ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৬৩০ সংক্রমণ অভিবাসী শ্রমিকদের ডরমিটরির সঙ্গে যুক্ত। বাকি সংক্রমণ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্রমাগত চাপ স্থিতিশীল হতে আরও সময় লাগবে।

আরও জানানো হয়, হাসপাতালগুলোকে দীর্ঘস্থায়ী ও বেশি রোগীর চাপ নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে হাসপাতালগুলোকে শক্তিশালী করার জন্য যা যা দরকার তা করা হচ্ছে।

তবে সিঙ্গাপুরে কভিড-১৯ টাস্কফোর্সের কো-চেয়ার লরেন্স ওয়াং বুধবার বলেন, স্বাস্থ্যকর্মীরা ‘টানা কাজ করছে ও ক্লান্ত’। বর্তমানে স্বাস্থ্যসেবা খাত ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে জুনে সিঙ্গাপুর জানিয়েছিল, তারা জিরো-কভিড কৌশল ত্যাগ করে ভাইরাসের সঙ্গে বসবাসের নতুন পরিকল্পনা করছে। উচ্চ টিকার হারের কারণে এ সিদ্ধান্ত নেয়, যা ছিল বিশ্বের মধ্যে শীর্ষে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অক্টোবরের শুরুতে জনসংখ্যার ১৯.৮৪ ভাগ পুরোপুরি টিকা নিয়েছে ও ৮৫ ভাগ পেয়েছে প্রথম ডোজ।

এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে ডেল্টার দাপটে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে আসরে হয় সিঙ্গাপুরকে।

করোনায় সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৭ জন ও মারা গেছে ২৬৪ জন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments