Sunday, May 5, 2024
HomeScrollingমাদারীপুরে মাদক মামলার সংশোধনের জন্য দুই আসামীর অন্যরকম সাজা

মাদারীপুরে মাদক মামলার সংশোধনের জন্য দুই আসামীর অন্যরকম সাজা

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মাদক মামলার আসামীদের সংশোধনের জন্য এক বছর বরে দুই আসামীর অন্যরকম সাজা দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এক আসামীকে প্রতিবন্ধীদের বিদ্যালয়ে পাঠদান ও অপর আসামীকে পৌরসভার মালির কাজ করার নির্দেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, কালকিনি উপজেলার ডাসার থানাধীন দক্ষিন ডাসারের সৈয়দ হারুণ অর রশীদের পুত্র সৈয়দ ফয়সাল হোসেন রুবেজ (২৩) ও একই এলাকার কাজী আবুল বাশারের ছেলে কাজী সজল (২৪)।
মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ১৬ মার্চ খৈয়ারভাঙ্গা এলাকায় অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের দল। এ সময় ১শ’ পিচ ইয়াবাসহ রুবেজকে ও সজলকে আটক করা হয়। পরে জেলার গোয়েন্দা পুলিশের এএসআই এনামুল হক মন্ডল বাদী হয়ে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যপ্রমান ও বিচারিক প্রক্রিয়া শেষে দোষ প্রমানিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস দুই আসামীকেই একবছর করে কারাদন্ড দেন। তবে, এই দন্ড তারা কারাগার ছাড়াই ভোগ করতে হবে। এক্ষেত্রে সংশোধনের জন্য সৈয়দ ফয়সাল হোসন রুবেজকে মাদারীপুরের প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের (প্রসিসেস) পাঠদানে সহায়তা করা ও অপর আসামী কাজী সজলকে মাদারীপুর পৌরসভার মালীর কাজ করার নির্দেশ দেয়া হয়। যা আগামী এক বছর পর্যবেক্ষন করবেন জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা। প্রতি তিনমাস অন্তর সমাজসেবা কর্মকর্তারা আদালতে দন্ডপ্রাপ্তদের কর্মকান্ড বিষয়ে আদালতে প্রতিদেবন দাখিল করবেন।
মাদারীপুর জজ কোর্টের পিপ মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, মূলত আসামীদের সংশোধনের জন্য আদালত এই রায় প্রদান করেছেন। আগামী এক বছর আদালতের শর্ত পূরনের ব্যর্থ হলে আদালত পরবর্তীতে নতুন পদক্ষেপ নিবে।
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments