মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ট্রাকের চাপায় ইতালী প্রবাসী মোটরসাইকেল চালক জামাল মুন্সি (৫০) নামের এক ইতালী প্রবাসী গুরুত্বর আহত হয়েছে রবিবার(২২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর-মাদারীপুর শেখ হাসিনা মহাসড়কের মস্তফাপুরের সোবাহান মৃর্ধার টিনের দোকানের সামনে সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, মস্তফাপুর পল্লীবিদ্যুৎ জামে মসজিদে আসরে নামাজ আদায় করে হাতের ডান দিক দিয়ে মস্তফাপুর বাসস্টান্ড মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এসময় সামনের দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক ঢাকা মেট্রো ট-২৪-৩২৮৪, সোবাহান মৃর্ধার টিনের দোকানের সামনে সড়কের থাকা অবস্থায় চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জামাল সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে দেয় এবং আহত ব্যাক্তিকে সদর হাসপাতালে পাঠায়। কিন্ত তার অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত জামাল মুন্সি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আপাসি গ্রামের কাসেম মুন্সির প্রবাসী ছেলে। সে গত ৫-৮মাস যাবত ইতালী থেকে দেশে আসছে করোনার কারনে এখনো ইতালী যাওয়া হয় নাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান,’দূর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।’ সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তি মারা না গেলেও গুরুত্বর আহত আছেন এবং ট্রাকটি আটক করা হলেও ড্রাইভারকে আটক করা যায়নি।’
মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর
০১৭১১১২৪৪২৫
২২-১১-২০২০