মহামারি করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২২ মার্চ) পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এপ্রিল মাসের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগে আগামী ২৮ মার্চ পর্যন্ত এ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছিল শিক্ষাবোর্ডগুলো।