Monday, May 6, 2024
HomeScrollingআরও একটি অনুদানের ছবি শেষ করলেন জয়া

আরও একটি অনুদানের ছবি শেষ করলেন জয়া

সরকারি অনুদানে গেরিলা, খাঁচা, দেবী, বিউটি সার্কাস ও অলাতচক্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। অবশ্য শেষ দুটি ছবি এখনো মুক্তি পায়নি। তার আগেই আরেকটি অনুদানের ছবির শুটিং শেষ করলেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী।

আকরাম খান পরিচালিত এ ছবির নাম ‘নকশি কাঁথার জমিন’। জয়ার চরিত্রটির নাম রাহেলা। হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে ছবিটির শুটিং হয়েছে।

ছবিতে জয়া আহসান বিধবা চরিত্রে অভিনয় করেছেন। এ জন্য শেষ পর্বের দৃশ্যায়নে  ২ থেকে ৮ নভেম্বর ছয় দিন বিধবার বেশে ছিলেন।

করোনার লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়। সব মিলিয়ে ১৭ দিন দৃশ্য ধারণ হয়। শিগগিরই শুরু হবে সম্পাদনা। এর পর আন্তর্জাতিক উৎসবে যাওয়ার ইচ্ছা পরিচালকের।

এই সিনেমায় দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে আসবে। জয়ার সঙ্গে অন্য বোনের চরিত্রে আছে ফারিহা শামস সেওতি।

আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহনাজ খুশী ও তার দুই ছেলে সৌম্য-দিব্যসহ অনেকে।

২০১৮-১৯ সালে অনুদান পাওয়া এ ছবি প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হচ্ছে।

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘নকশি কাঁথার জমিন’।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments