Monday, May 13, 2024
Homeআইন-আদালতমাদারীপুর কারাগারে একাধিক মামলার এক আসামীর হার্ট এ্যাটাকে মৃত্যু

মাদারীপুর কারাগারে একাধিক মামলার এক আসামীর হার্ট এ্যাটাকে মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে হযরত মাতুব্বর নামে একাধিক মামলার এক আসামীর হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।
বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে ওই আসামীর মৃত্যু হয়। নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।
মাদারীপুর জেলা কারাগার জেলার শংকর মজুমদার জানিয়েছেন, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামী করা হযরত মাতুব্বরকে। পরে ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার ভোরে হঠাৎ করে বুকে ব্যাথা ওঠে গুরুতর ভাবে অসুস্থ অবস্থায় হযরতকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।
মাদারীপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম বলেন, হযরত মাতুব্বর হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে দ্রুত আমরা তাকে সদর হাসপাতালে ভর্তি করাই। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে ঘটনাটিকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন; যা আসলে সত্য নয়।
মাদারীপুরের সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম বলেন, জেলা কারাগারের বন্দি হযরত মাতুব্বর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কারাগার কর্র্তপক্ষ চিকিৎসা করানোর জন্য ভর্তি করে। পরে তিনি হাসপাতালেই মারা যান। তার মরদেহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ ৩ সদস্যর কমিটি ময়নাতদন্ত করেছে। রিপোর্ট হাতে পেলে আমরা কারাগারের বন্দীর প্রকৃত মৃত্যুর কারণ বলতে পারবো।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments