রবিউল ইসলাম রবিঃ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জে উপজেলায় স্বেচ্ছা সেবক টিমের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু’র প্রত্যক্ষ এবং পরক্ষ সহযোগীতায় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলনগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, অত্র টিমের কার্য নির্বাহী সদস্য সাইদুর, আবু রায়হান, ছাইফুল, শাহেন শাহ, ওমর ফারুক রনি, সামিউল ইসলাম কায়ের, আব্দুল মজিদ, আবু তাহের, জিহাদ, আরমান প্রমূখ। উক্ত অনুষ্ঠান থেকে বিনামূল্যে উপজেলার প্রায় ৪হাজার সাধারণ জনগনের মাঝে মাক্স ও সাবান বিতরণ করা হবে। এলাকার সচেতনমহল এ উদ্দ্যােকে স্বাগত জানিয়েছে।
করোনা প্রতিরোধে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক টিমের সততা স্টোরের উদ্বোধন
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on