Sunday, April 28, 2024
Homeসারাদেশঢাকা বিভাগশিবচরে মা ইলিশ সংরক্ষণ ও সচেতনতায় “দেশ (DESH)” স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

শিবচরে মা ইলিশ সংরক্ষণ ও সচেতনতায় “দেশ (DESH)” স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না।
মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ ও সচেতনতায় মানববন্ধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি “দেশ (DESH)”।
বাংলাদেশ সরকার ১৪ অক্টোবর ২০২০ থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ অথবা ক্রয়-বিক্রয় করা নিষিদ্ধ করেছে। তবে এ নিষেধাজ্ঞা জেলেসহ সাধারণ মানুষদের অনেকে মেনে চলেন না। সকলকে সচেতন করার জন্য এই মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় শিবচর উপজেলার ৭১ চত্বরে।
ধরব না মাছ ২২ দিন, মা ইলিশ ছাড়বে ডিম, মা ইলিশ রক্ষা করি, ইলিশ মাছের মজুদ গড়ি এরকম ¯েøাগান সম্বলিত ব্যানার, লিফলেট, প্ল্যাকার্ডসহ সচেতনতা মূলক উপকরণ ও বার্তা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) এর সদস্যরা মানব বন্ধনে অংশগ্রহন করেন।
সংগঠনের সভাপতি বলেন, “১৪ অক্টোবর ২০২০ থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন মানুষকে সচেতনকরার লক্ষ্যে আমরা শিবচরের পৌর সুপার মার্কেট ও মোহরীপট্টিসহ বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বুথ তৈরীর মাধ্যমে সচেতনতামূলক পরিচালনা করব ইনশাল্লাহ”।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন দেশ (DESH) সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, তুহিন রেজা- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবচর থিয়েটার , মো: মুরাদ হোসেন, সুমন হাং নাট্য শিক্ষক শিল্পকলা একাডেমী, মো: সানাউল্লাহ সাধারণ সম্পাদক দেশ (DESH), এস.এম. দেলোয়ার হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদকসহ দেশ (DESH) সংগঠনের সদস্য সুরুজ মিয়া, আলী ইসলাম, রাশেদুল হাসান রায়হান, শাকিল আহম্মেদ, জাকির হোসেন, উজ্জল মিয়া, মাহমুদা আক্তার, সুমাইয়া আক্তার, সোনিয়া আক্তার- টিম লিডার সুতারপার (মেয়ে) , বৃষ্টি আক্তার, শান্তা আক্তার, সপ্না আক্তার, রিয়াজুল – টিম লিডার (ছেলে) সুতারপার, নাজমুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, হামিরুল ইসলাম, রাজিব হোসেনসহ ৩৭ জন স্বেচ্ছাসেবী।
প্রজনন মৌসুমে মা ইলিশের পেটে ডিম থাকে প্রায় ২.৫ লক্ষ। শুধু তাই নয়,ইলিশ উৎপাদনে বিশ্বে আমরা প্রথম।বিশ্বে উৎপাদিত ইলিশের ৭৫ ভাগ আপনার বাংলাদেশ থেকে হচ্ছে। প্রতি বছর ৯-১০% বাড়ছে উৎপাদন এবং নয় বছরে ৬৬% বেড়েছে। আগামী মৌসুমে ৬ লাখ মেঃ টন উৎপাদন হবে আশা করা হচ্ছে। যার বাজার মূল্য ১৮ হাজার কোটি টাকা।
আমরা যদি মাএ ২২ টা দিন মা ইলিশকে ডিম ছাড়তে দেই।না ধরি, তবে,আগামী কয়েক বছরে প্রচুর ইলিশ খুব কম দামে আমরা পাবো। সেই সাথে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসবে।বাড়বে কর্মসংস্থান। এমনিতে এখন এ খাতে ২০-২৫ লাখ লোকের কর্ম সংস্হান সৃষ্ট হয়েছে।
তাই, আসুন আমরা দেশের এই মূল্যবান সম্পদকে বাঁচাতে এগিয়ে আসি।নিজে সচেতন হই,প্রতিবেশী এবং বন্ধুদের সচেতন করে সুনাগরিকের দায়িত্ব পালন করি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments