Saturday, May 4, 2024
HomeScrollingমাদারীপুরে সরকারি স্কুলের জমি দখল করে ঘর নির্মানে অভিযোগ

মাদারীপুরে সরকারি স্কুলের জমি দখল করে ঘর নির্মানে অভিযোগ


জাফরুল হাসান,কালকিনি।।
মাদারীপুরের কালকিনিতে ১৫০নং দক্ষিণ রমজানপুর রাশিদা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোরপূর্বক দখল করে দুইটি ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ দখলের ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের জমিতে ঘর নির্মান বন্ধ রাখা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ১৫০ নং দক্ষিন রমজানপুর মৌজার বিআরএস ১/৬ (প্রস্তাবিত) নং খতিয়ানে ও ০১ নং দাগে ১৬ শতাংশ জমি রয়েছে। এ জমির উপর ১৯১ নং দক্ষিন রমজানপুর রাশিদা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ বেশ কিছুদিন ধরেই শুরু করা হয়। বিদ্যালয়ের নামে ওই জমি দান করেন দক্ষিন রমজানপুর এলাকার আক্তার হোসেন খাঁন। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসিবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু বিদ্যালয়ের পাশের কিছু জমি জোরপুর্বক ভাড়াটে লোকজন নিয়ে রমজানপুর ইউপি চেয়ারমান মোঃ ইউনুস আলীর নাম ভাঙ্গিয়ে দখল করে দুইটি টিনসেটের ঘর তুলেছেন একই এলাকার সেনোরা বেগম। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা ও স্থানীয় জনগন। এছাড়া এর আগে জমি দখলের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিরুদ্ধে ১ফরটি ফোরে অভিযোগ করলেও সেটা আদালত খারিজ করে দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিমউদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী বেপারীর শক্তি দেখিয়ে আমাদের বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মান করেছে সেনোয়ার ও তার লোকজন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন খাঁন বলেন, আমাদের বিদ্যালয়ের জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মান করা হয়েছে। এ ঘটনার সঙ্গে ইউপি চেয়ারম্যান ইউনুস আলী জরিত রয়েছে। বিদ্যালয়ের পক্ষে কোর্টের রায়ও আছে। তাই আমরা এখন আবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের কাছে অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত সেনোয়ারা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, যে জমিতে বিদ্যালয় নির্মান করা হয়েছে। সে জমি আমার স্বামীর। তাই আমি ঘর নির্মান করেছি।
রমজানপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী বেপারী ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশন (ভুমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, স্কুলের জমিতে ঘর উত্তোলনের বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে যিনি এই জমি দখল করার চেস্টা করছেন’ সেটা তার জমি না এটা সরকারি স্কুলের জমি। তাই এর আগেও তার করা অভিযোগ আদালত খারিজ করে দিয়েছেন।

—LN24BD/MEHEDI HASAN SOHAG

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments