Saturday, April 27, 2024
HomeScrollingকরোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্যের করতালি কর্মসূচি

করোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্যের করতালি কর্মসূচি

করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদেরকে শ্রদ্ধা ও তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার বেলা ১২টায় সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ সারা দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি শাখায় একযোগে এই কর্মসূচি পালিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীসহ চিকিৎসক, প্যারামেডিক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত থাকবেন।

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এই কর্মসূচির সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদসহ বিভিন্ন বিভাগের পরিচালক, চিকিৎসক, প্যারামেডিক, নার্স, অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মীরা এবং গণস্বাস্থ্য ক্যাম্পাসে বসবাসরত শিশু-কিশোররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments