Sunday, May 12, 2024
HomeScrollingদুর্নীতি-উদাসীনতায় পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: ফখরুল

দুর্নীতি-উদাসীনতায় পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: ফখরুল

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্য সরকারের দুর্নীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাতে এক টুইট বার্তায় এমন অভিযোগ করে তিনি।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

তিনি বলেন, করোনা মহামারীকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

তিনি জানান, ২০১৯ এ পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল! সেই সংকট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।

প্রসঙ্গত, আকস্মিক রপ্তানি নিষেধাজ্ঞা দিলে গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণের বেশি গিয়ে ঠেকে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments