Sunday, April 28, 2024
HomeScrollingখালেদা জিয়ার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান নজরুলের

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান নজরুলের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চিকিৎসার স্বার্থে শিথিলের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী। যে গণতন্ত্র স্বাধীনতার মূল চেতনা। তাকে বিনা চিকিৎসায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারও নেই।’

‘সেজন্য আমরা তথ্যমন্ত্রীকে বলবো- খালেদা জিয়ার মুক্তি কিংবা কারাবন্দিত্বের সঙ্গে অন্য কিছুকে যুক্ত করাটা ঠিক হবে না। কারণ এটা অসুস্থতার বিষয়, চিকিৎসার বিষয়; রাজনৈতিক বিষয় নয়’ যোগ করেন তিনি।

তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘এর আগেও যিনি তথ্যমন্ত্রী ছিলেন এবং এখন যিনি আছেন ওনারা হলেন জিয়া পরিবারের সমালোচনাবিষয়ক মন্ত্রী।’

‘কারণ তাদের কাজের বিষয়ে তারা যতটুকু কথা বলেন, তার চেয়ে বেশি কথা বলেন জিয়াউর রহমানে বিপক্ষে, খালেদা জিয়ার বিপক্ষে এবং তারেক রহমানের বিপক্ষে। মনে হয় যেন এটাই তাদের মন্ত্রণালয়’ যোগ করেন তিনি।

বিএনপির নীতিনির্ধারণী কমিটির এই সদস্য বলেন, ‘কেউ অসুস্থ হলে সুচিকিৎসা হওয়া দরকার। এ কারণে যদি প্রয়োজনে দেশের বাইরে যেতে চান, তবে বাইরে যেতে পারেন। এ ব্যাপারে যে আবেদনটা করা হয়েছে তা গ্রহণ করা হয়নি।’

তিনি বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে বলবো- দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিদেশে যাওয়ার এ নিষেধাজ্ঞা শিথিল করা হোক।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফাত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments