Saturday, May 18, 2024
HomeScrollingনাগরিক সেবা গতিশীল করতে- মাদারীপুরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি, শিক্ষকদের কর্পোরেট সীমকার্ড

নাগরিক সেবা গতিশীল করতে- মাদারীপুরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি, শিক্ষকদের কর্পোরেট সীমকার্ড

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর
নাগরিকদের সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা গতিশীল করতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধি, শিক্ষকদের মাঝে কর্পোরেট সীমকার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই সীমকার্ড বিতরণ করেন।
এ সময় জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দেয়া হয় কর্পোরেট সীম। এতে নাগরিক সেবা গতিশীল হবে বলে আশা করেন কর্মকর্তারা। এখন থেকে কোন কর্মকর্তা অন্যত্র বদলি কিংবা ছুটিতে থাকলেও সংশ্লিষ্ট মোবাইল নাম্বারটি চালু থাকবে। ফলে সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments