মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত ২ টি ফৌজদারী মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার বিজ্ঞ আদালত মামলা দুটি খারিজ করে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ ড্রেজার দিয়ে জেলার শিবচরে বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। এরই প্রেক্ষিতে দুই জন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্যান্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ এনে দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৩৫/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা দুটির বাদী হচ্ছে শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লাবেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন। এরপর ৬আগস্ট রবিবার বিকালে একই আদালতে বিধি মোতাবেক ফৌজদারী মামলা জেলা প্রশসাকসহ ৬জনের বিরুদ্ধে সরকারে অনুমতি ছাড়া মামলা দায়েরের সুযোগ নেই, সেহেতু মামলা দুটি খারিজ করে দেন বিজ্ঞ আদালত।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন,’ মাদারীপুর আমরা যে কাজটি শুরু করেছি শত শত অবৈধ ড্রেজারের বিরুদ্ধে। যেগুলো অবৈধ ভাবে বালু উত্তোলন করছে, অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান করছি। এই অভিযানের একটি অংশ হিসাবে আমরা শিবচরে একটি ২৮ আগস্ট একটি ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি সেই প্রেক্ষিত্রে আমাদের বিরুদ্ধে ১লা সেপ্টেম্বর আমাদের বিরুদ্ধে একটি মামলা হয়। যেহেতু মামলাটি বিধি মোতাবেক হয় না তাই ৬ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
জেলা প্রশাসক আরও বলেন, এখন যদি বিজ্ঞ আদালত মনে করে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয়েছে তাহলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।