Thursday, May 9, 2024
HomeScrollingশিবগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে এক জনের মৃত্যু ১৫ বাড়ী লক ডাউন

শিবগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে এক জনের মৃত্যু ১৫ বাড়ী লক ডাউন


শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একজনের মৃত্যু, ১৫ বাড়ীতে লক ডাউন।
জানা গেছে, উপজেলা ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ কুপা গ্রামে টিএমএসএস এর কর্মী সাজেদা বেগম বসবাস করেন। তার স্বামী মাসুদ রানা (৪৫), ঢাকায় ব্যবসা করে। তিনি গত ২ দিন পূর্বে দাড়িদহ কুপা গ্রামে তার স্ত্রীর ভাড়া বাসায় আসেন। হঠাৎ করে সে অসুস্থ্য হয়ে পড়লে শনিবার সকালে সে মৃত্যু বরণ করে। এ ব্যাপারে তার স্ত্রী বলেন বুকে ব্যাথা ও শ্বাস কষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর বলেন, করোনা সন্দেহর মৃত্যুর কারণে ওই এলাকার ১৫টি বাড়িতে লক ডাউন দেওয়া হয়েছে। দাফন সম্পর্কে নির্বাহী কর্মকর্তার নিকট থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু নিহতর বাড়ী কাহালু উপজেলায় তাদের পরিবারের লোকজন আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক দাফন কার্যের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল এর সাথে কথা বলা তিনি বলেন, নিহতর এলাকায় ৭দিনের জন্য লক ডাউন করা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা টিস এসে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হলে লক ডাউনের সময় বৃদ্ধি করা হবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম রূপম জানান, বিষয়টি আমি শুনেছি এবং নিহত আত্মীয় স্বজনদের কে খবর দেওয়া হয়েছে লাশ নিয়ে যাওয়ার জন্য।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments