Sunday, May 5, 2024
Homeঅপরাধশরীয়তপুর নড়িয়ায় চাঞ্চল্যকর শিশু হত্যার ৩ জন পলাতক আসামী গ্রেফতার

শরীয়তপুর নড়িয়ায় চাঞ্চল্যকর শিশু হত্যার ৩ জন পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার-
শরীয়তপুর নড়িয়ায় চাঞ্চল্যকর শিশু হত্যার ০৩ জন পলাতক আসামী র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প র্কতৃক গ্রেফতার।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নতেৃত্বে ১৭ আগষ্ট ২০২০ইং তািিখ সকাল আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মশুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী ১। আবুল জমাদ্দার(৭০), পতিাঃ মৃত নওয়াব আলী জমাদ্দার, ২। বাবু জমাদ্দার(২২), পিতাঃ আবুল জমাদ্দার, ৩। শুভ সরদার(১৮), পিতাঃ মানিক সরদার, সর্ব সাং-জপসা লক্ষীপুর(গুচ্ছগ্রাম), থানাঃ নড়িয়া, জলোঃ শরীয়তপুরদেরেকে আটক করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৯-০৮-২০২০ইং তারিখ দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন লক্ষীপুর (গুচ্ছগ্রাম) গ্রাম এলাকার মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র্৪থ শ্রণেীর ছাত্র শিশু ভিকটিম মেহেদী হাসান রতন(০৯)কে আটককৃত আসামীগণ সহ এজাহার নামীয় ০৪ জন মিলে শিশুটরি পেটে ধারালো অস্ত্রের আঘাত এবং মুখে কিল ঘুসির আঘাতে হত্যা করে লাশ নদীতে ফেলে গুমের চষ্টো করে। এ ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতাঃ আজাহার মাদবর(৩৬) নিজেই বাদী হয়ে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়রে করেন (শরীয়তপুর জেলার নড়িয়া থানার মামলা নং-০৭, তারখি ঃ ১০-০৮-২০২০খ্রিঃ ধারাঃ-৩০২/২০১/৩৪ পেনাল কোড)। উক্ত মামলার তদন্তকারী র্কমর্কতা অভিযুক্ত আসামীদেরেকে গ্রেফতারের জন্য র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধনিায়ককে বিশেষ ভাবে অনুরোধ করনে। তদপ্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নতেৃত্বে ১৭ আগষ্ট ২০২০ইং তারিখ সকাল আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মশুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় তিন পলাতক আসামী ১। আবুল জমাদ্দার(৭০), ২। বাবু জমাদ্দার(২২) ও ৩। শুভ সরদার(১৮)গণ পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করেন। আটককৃত আসামীদেরকে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব-৮ এর এধরনরে র্কাযক্রম ভবিষ্যতওে অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments