বিশেষ প্রতিনিধি।।
মাদারীপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বুধবার(৫ আগস্ট) কয়েকটি গুরুতপূর্ণ স্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ডিসপ্লে বোর্ড স্থাপন
গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা হতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রাপ্ত ডিসপ্লে বোর্ড মাদারীপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মাদারীপুর পৌরসভার লেকপাড় মোড়ে ১ টি ও চৌরাস্তার মোড়ে ১টি এবং শিবচর উপজেলার কাঠালবাড়ি ফেরিঘাটে ১টি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়।