রবিউল ইসলাম রবি (বগুড়া) সংবাদদাতা।।
শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতি ঢাকার আয়োজনে করোনা দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।
জানা যায় রবিবার থেকে উপজেলার ১২ টি ইউনিয়নে করোনাভাইরাস সংক্রামক রোধে করনীয় বিষয়ক লিফলেট মাইকিং কার্যক্রম শুরু হয়েছে।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সমাজসেবা কর্মকর্তা শামীউল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামানকে লিফলেট ও মাইকিং এর বিষয়ে অবহিত করা হয় এবং তার সহযোগীতা কামনা করা হয়। অতপর তার অনুমতি ক্রমে থানার ভিতর কয়েকটি পোস্টার লাগানো হয়।
এরপরে পৌর মেয়র জনাব তৌহিদুর রহমান মানিককে সমিতির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তারপর সমিতির (দপ্তর সম্পাদক) মিঠুন মিয়া,ও প্রচার সম্পাদক আব্দুল আলিম এর আমন্ত্রণে শিবগঞ্জ হাটে “শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজে”র অধ্যক্ষ শফিকুল ইসলাম (রতন) ও বিশিষ্ট সাংবাদিক রবিউল ইসলাম রবি সমিতির পক্ষ থেকে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।
পরে গুজিয়া হাট ও কিচক হাটে জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।