Wednesday, July 2, 2025
HomeScrollingকৃষি মন্ত্রণালয়ে ২৬০ কর্মকর্তা-কর্মচারি করোনা আক্রান্ত

কৃষি মন্ত্রণালয়ে ২৬০ কর্মকর্তা-কর্মচারি করোনা আক্রান্ত

কৃষি মন্ত্রণালয়ের ২৬০ কর্মকর্তা-কর্মচারি এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।

চিকিৎসাধীন ও আইসোলেশনে রয়েছেন ১১৬ কর্মকর্তা-কর্মচারি। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী যেমন ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে, তেমনি কৃষিতে প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যাওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, মহামারি করোনা, আম্পান, বন্যা প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্থাস্থ্যবিধি মেনে প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিরলসভাবে কাজ করে যেতে হবে। যাতে করে দেশে খাদ্যের কোন ঘাটতি না হয়, সংকট না হয়।

খবর: বাসস।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments