র্যাব-৮, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর ধানাধীন মোস্তফাপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৪ জন ব্যক্তি আটক ও অর্থদন্ড প্রদান।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অদ্য ২০ জুলাই ২০২০ইং তারিখ মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তাফাপুর বাজার এলাকায় ১৭.৩০ ঘটিকা হতে ১৯৩০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর বাজার এলাকার কতিপয় ব্যবসায়ী ও পথচারীগণ সরকারী আদেশ অমান্য করে মাস্ক বিহীন দোকান খোলা রেখে বিক্রয় কার্যক্রম চালানো এবং পথচারীগণ মাস্ক বিহীন চলাফেরা করার অপরাধে ১। মহাদেব কুন্ডু(৪০), পিতাঃ বাসুদেব কুন্ডু, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ২। বিধান হাওলাদার(৩৫), পিতাঃ নারায়ন হাওলাদার, সাং-পেয়ারপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৩। বাসুদেব কুন্ডু(৫২), পিতাঃ মৃত মধু সুধন কুন্ডু, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৪। বিল্লাল হাওলাদার(৩৭), পিতাঃ আকাব্বর হাওলদার, সাং পেয়ারপুর, থানঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৫। রবিউল ইসলাম(২১), পিতাঃ শাহজাহান শরীফ, সাং-কমলপুর, থানাঃ ডাসার, জেলাঃ মাদারীপুর, ৬। আকবর বেপারী(৩৬), পিতাঃ মৃত সমেদ বেপারী, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৭। আকরামুজ্জামান(৩২), পিতাঃ আহম্মেদ আলী, সাং-কোটালীপাড়া, থানাঃ কোটালীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ, ৮। খলিলুর রহমান(৩৮), পিতাঃ শুকুর তালুকদার, সাং-বড় মেহের, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৯। হরে কৃষ্ণ বনিক(৬০), পিতাঃ মুত তৃনাথ বনিক, সাং মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ১০। মানিক ঘোষ(৩০), পিতাঃ মদন ঘোষ, সাং-চতুরপাড়া, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ১১। রতন জুমাদ্দার(৬০), পিতাঃ মৃত ইয়াকুব আলী, সাং-মোল্লাদি বাজিতপুর, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর, ১২। আলিম মাতব্বর(৩৯), পিতাঃ ফজলুল হক মাতব্বর, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ১৩। নয়ন বেপারী(৩২), পিতাঃ মৃত আলী হোসেন বেপারী, সাং-ঝিনুকহাটি, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ১৪। মোঃ মিঠু মিয়া(৪৮), পিতাঃ মৃত মোমিন উদ্দিন, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর’দেরকে আটক করেন। আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব ফাতেমা জান্নাত, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর উপস্থিতিতে দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৮,৫০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানা আদায়পূর্বক আটককৃত আটককৃত ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এধরনের কর্মকান্ড না করার জন্য সতর্ক করা হয়।