
মফিজুর রহমান রিপন,শরীয়তপুর।।
“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি ” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে, শরীয়তপুরের ৬ উপজেলায় পৃথক পৃথক ভাবে স্ব স্ব উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে দুপুর ১২ টায় জেলার সকল উপজেলায় একযোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে দুবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশু, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তার কন্যা শিশুর অধিকার নিশ্চিত করনে পিতামাতার প্রতি বৈসম্য পরিহারের দাবি জানান।এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে করনীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।
