মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।
মাদারীপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসেন এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ । এতে মুক্ত আলোচনায় ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়শা আক্তার( যুগ্মসচিব), ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফজলুল করিম ( রুমি), মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তম্বী,মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক
মোঃ মাইনুদ্দিন সরকার। সেমিনারে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, কাঁশা-পিতল সামগ্রী প্রস্তুতকারী এই প্রকল্পের লক্ষিত ৬টি প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on