গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল (৬’ই ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই শেষ কর্ম দিবসের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কাশিয়ানী প্রেসক্লাবে সহঃ সভাপতি ও কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাজী ওমর হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মুরাদ, তৌহীদুর রহমান, ইনায়েত ঠাকুর সহ সকল শিক্ষাক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় অবসরজনিত বিদায়ী শিক্ষক হাবিবুল্লাহ শিকদার তার কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ্য করে নবীন শিক্ষকদের প্রতি গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের বিদ্যাপীঠ সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিআর রহমান বলেন, স্কুল জীবনের বন্ধুকে আমার হাত দিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে কষ্ট হলেও একটু আনন্দিত। সম্মানের সহিত কর্ম জীবন শেষ করে অবসরে যাওয়া একটি আনন্দঘন মুহূর্ত।