Tuesday, July 1, 2025
HomeScrollingমাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক

মাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক

মাদারীপুর প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে মাদারীপুরে ভ্রাম্যমাণ বইমেলার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৩টায় শুরু হওয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনটি গ্রুপে ৯ জন বিজয়ী সহ মোট ২৮ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর জেলা শাখার সংগঠক লিখন মাহমুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নুরজাহান বেগম, কবি মিলন সব্যসাচী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী, বিয়াম ল্যাবরেটরি স্কুল এর অধ্যক্ষ বিলকিস ফেরদৌসী। এছাড়াও মুরাদ হাসান, কুমার লাভলু, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, বিধান চন্দ্র শীল , মাইদুল ইসলাম রানা সহ অভিভাবক বৃন্দ, সাধারণ দর্শক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments