Friday, April 18, 2025
HomeScrollingপন্তের বেতন কোহলির চেয়ে বেশি, শীর্ষ পাঁচে আছেন যারা

পন্তের বেতন কোহলির চেয়ে বেশি, শীর্ষ পাঁচে আছেন যারা

বিশ্বজুড়েই বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা, ফলে ক্রিকেটারদের বেতনও বাড়ছে বেশ। ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি আয় করেন ভারতের ক্রিকেটাররাই। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তাদের আকর্ষণীয় চুক্তি ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও তাদের চুক্তি থাকে। এছাড়া তাদের আয়-রোজগার বাড়াতে বড় ভূমিকা রাখে আইপিএল।

ক্রিকেটারদের মাঠের পারফর্ম্যান্স ছাড়াও তাই তাদের আয়-রোজগার সম্পর্কের জানতে চান অনেক সমর্থক। অনেকেই ধারণা করেন, বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি বেতন পান বিরাট কোহলি। তবে তা নয়।

কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন, বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটারও তিনি। তবে বেতনের দিক থেকে তিনি আর এক নম্বরে নেই, তাকে ছাড়িয়ে শীর্ষে আছেন রিশব পন্ত।

বেতনের হিসেবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবার আগে আছেন রিশব পন্ত। আইপিএলের নিলামে তিনি ইতহাস গড়া দামে বিক্রি হয়েছেন। ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বছরে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে তিনি ২৭ কোটি রুপি পাবেন। এছাড়া তিনি বিসিসিআইয়ের ‘বি’ গ্রেড চুক্তিতে আছেন তিনি।

381558

তিন ফরম্যাটের ক্রিকেটেই দলের জন্য গুরুত্বপূর্ণ পন্ত বিসিসিআই থেকে বছরে পান ৩ কোটি রুপি। সবমিলিয়ে বছরে বেতন বাবদ পন্ত পান ৩০ কোটি রুপি। এ তালিকায় এরপরেই আছেন বিরাট কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে ধরে রেখেছে ২১ কোটি রুপি দিয়ে, সেই সঙ্গে বিসিসিআইয়ের এ প্লাস গ্রেডে চুক্তি আছে তার। বোর্ড থেকে তিনি বেতন পান বছরে ৭ কোটি রুপি। সব মিলিয়ে তিনি বেতন পাবেন ২৮ কোটি রুপি।

390304

এদিকে শ্রেয়াস আইয়্যারের সঙ্গে বর্তমানে বিসিসিআইয়ের কোনো চুক্তি নেই। এরপরও ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মার চেয়ে বেশি বেতন পাবেন আইয়্যার, বিসিসিআইয়ের সঙ্গে রোহিতের চুক্তি এ প্লাস ক্যাটাগরির।

বেতনে রোহিতকে শ্রেয়াস ছাড়িয়ে গেছেন আইপিএল চুক্তি দিয়েই। এবারের নিলামে কলকাতাকে আইপিএল জেতানো এই অধিনায়ককে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এদিকে বিসিসিআই থেকে ৭ কোটি রুপি বেতন পাওয়া রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বেতন হিসেবে পাবেন ১৬ কোটি ৩০ লাখ রুপি, সব মিলিয়ে তিনি পাবেন ২৩ কোটি ৩০ লাখ রুপি যা শ্রেয়াস আইয়্যারের থেকে কম।

392659

সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রিকেটারদের তালিকায় রোহিত আছেন পাঁচে। রোহিতের আগে যৌথভাবে চারে আছেন যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি থেকে এ দুজন পাবেন ১৮ কোটি রুপি, এবং বিসিসিআই থেকে পাবেন ৭ কোটি। সব মিলিয়ে দুজনে পাবেন ২৫ কোটি রুপি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments