Saturday, July 12, 2025
HomeScrolling‘বরবাদ’ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, কুয়ালালামপুরে শাকিব খান

‘বরবাদ’ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, কুয়ালালামপুরে শাকিব খান

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ এর সিজন থ্রী। কুয়ালালামপুররের উইসমা এমসিএ’র অনুষ্ঠানকে ঘিরে শুরু থেকেই উৎসাহ কৌতুহল নিয়ে অপেক্ষা করছিলেন প্রবাসীরা। পুরো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ঢালিউড কিং শাকিব খান। অনুষ্ঠানে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শাকিব। এসময় তিনি বলেন,  শিগগিরই রিলিজ হবে বিগ বাজেটের মুভি “বরবাদ”, আমি  আশাবাদী ছবিটা মুক্তি পেলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।  ইন্টারেস্টিং বিষয় হচ্ছে  বরবাদ ছবির প্রযোজক হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি। ছবিটি মুম্বাইয়ে শুটিং হচ্ছে।  শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে  প্রবাসী ভাই বোনেরা যেভাবে ভালোবাসা দিয়ে বাংলা সিনেমা কে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের উপচে পড়া ভীড় ছিল চোঁখে পড়ার মতো। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির পারফরমেন্স মন কাড়ে দর্শকদের। সংগীতশিল্পী পুলক অধিকারীর একের পর এক গানে বুঁদ হয়ে যায় এমসিএর ইনডোর অডিটোরিয়ামের হাজার চারেক প্রবাসী। গান পরিবেশন করেন কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। দর্শক বন্দনা কুড়ায় মডেল ও অভিনেতত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরি’র দলিয় নৃত্য।

এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলো রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট। অনুষ্ঠান শেষে মালয়েশিয়া প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন শাকিব খান।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments