
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান। গতকাল দুপুরে মাদারীপুর জেলার সরকারি সমন্বিত অফিসের হল রুমে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার উপস্থিত থেকে জেলা পর্যায়ে ৫ টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে ও সদর উপজেলা পর্যায়ে ৫ টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে সস্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস, মাদারীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন আফরোজসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শতাধিক নারীরা।
