আশরাফুর রহমান ,কালকিনি(মাদারীপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে এবার যুবদল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে তারা দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি ভাবে ভিন্ন-ভিন্নস্থানে কর্মসুচি পালন করেছে। এ নিয়ে যুবদলের তৃণমূলের ত্যাগী কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।
দলীয় সূত্রে জানাগেছে, উপজেলা যুবদলের সভাপতি পদ-প্রার্থী নিয়ে সাবেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুনের সাথে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শামীম মোল্লার দীর্ঘদিন ধরে গোপনে-গোপনে অন্তঃকোন্দল সৃষ্টি হয়। এরা উভয়ই বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর অনুসারী।
গতকাল শামীম মোল্লার নেতৃত্বে নেতাকর্মীদের একটি অংশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কালকিনি কলেজ মাঠে ফ্রি-মেডিকেল ক্যাম্প, র্যালী ও বৃক্ষরোপন কর্মসুচির আয়োজন করে। অপরদিকে একই সময় আলাদাভাবে মামুন শিকদারের নেতৃত্বে নেতাকর্মীদের আর একটি অংশ উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও গাছের চারা বিতরনী কার্যক্রম কর্মসুচি মাধ্যমে পালন করে। এ ঘটনায় চরম বিপাকে পরতে হয়েছে যুবদলের ত্যাগী কর্মীদের।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবদল নেতা জানান, দুই পক্ষ পাল্টাপাল্টি ভাবে কর্মসুচি পালন করায় বিপাকে পরেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা ,তারা চায় এ মূহর্তে সকলে মিলেমিশে এক হয়ে সংগঠনে কাজ করে।
এ বিষয় মামুন শিকদার জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি হিসেবে বৃক্ষরোপন ও ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের মাধ্যমের কর্মসূচি পালন করা হয়েছে। আমি আলাদাভাবে অনুষ্ঠান করেছি। এখানে পাল্টাপাল্টি কিছু হয়নি। সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে।
এ বিষয় শামীম মোল্লা জানান, আমি সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করেছি। কে কি করলো তা নিয়ে আমার কোন সমস্যা দেখছিনা।