জামালপুরে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করছে বিশুদ্ধ জামালপুর নামে একটি বেসরকারি সংগঠন। কৃষকের উৎপাদিত পণ্য সংগ্রহ করে অস্থায়ী এই বিপণন কেন্দ্র থেকে ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রয় করা হচ্ছে। বিশুদ্ধ জামালপুরের সভাপতি শামসুল হক, সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক সুমন মিয়া, কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা, জানান, মধ্যসত্ত্বভোগীদের জন্য কৃষকরা যেমন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তেমনি বাজারে পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। তাই কৃষক ও ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য সরাসরি ক্রয় করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রয় করা হচ্ছে। শহরের প্রচলিত অন্যান্য বাজারের পণ্যমূল্যের তুলনায় কম মূল্যে এখানে পণ্য বিক্রয় করা হচ্ছে। এতে করে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্যের ব্যবধান খুবই স্বল্প হচ্ছে, যার ফলে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হচ্ছেন। আলু, বেগুন, শশা, লাউ, কাচামরিচ, কচু, শাক-সবজিসহ বিভিন্ন কৃষিপণ্যের পাশাপাশি ডিম, সরিষা তেল, হলুদ-মরিচের গুড়াসহ অন্যান্য পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই বিপণন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা। কয়েকজন ক্রেতা জানান, শহরের বড় বড় বাজারের পণ্যের দামের তুলনায় এখানকার পণ্যের দাম কিছুটা কম। স্বল্প আয়ের নিম্নবিত্ত পরিবারের জন্য এটি বেশ বড় একটি উদ্যোগ। তবে কৃষিপণ্যের পাশাপাশি মাছ, মাংস, দুধ বিক্রয় করা হলে দরিদ্র মানুষ আরও উপকৃত হত।
জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম জানান, বিশুদ্ধ জামালপুরের উদ্যোগে কৃষিপণ্য বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহবান করবো এই ন্যায্যা মূল্যে পণ্য বিক্রি করার জন্য। তিনি আরও জানান, এই দেশটা আমাদের, আমরা যদি এই দেশটাকে না ভালোবাসি তাহলে দেশ সামনের দিকে যাবেনা। দেশকে সামনের দিকে নিয়ে যেতে পণ্যের সকল সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্যা মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।
জামালপুরে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয় করছে বিশুদ্ধ জামালপুর
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on