Thursday, January 23, 2025
HomeScrollingজামালপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

জামালপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’- এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবার জেলায় ৩ লাখ ৩৬ হাজার ৮১৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভা কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক কর্মশালায় জানান, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ জুন সারাদেশের মতো জামালপুরেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। এই ক্যাম্পেইন সফল করতে ইতিমধ্যে সবরকম প্রচারণাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, জেলায় এবার ৩ লাখ ৩৬ হাজার ৮১৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৪৩১জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৯ হাজার ৩৮৪ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজওয়ানা রশিদ, মেডিকেল অফিসার ডা. রাফিয়া বিনতে রউফ, মেডিকেল অফিসার ডা. কাওসারা, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও এডভোকেট ইউসুফ আলী।

কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments