Monday, February 10, 2025
HomeScrollingপলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারেরমত বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান হলেন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং ভাইস-চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল ও দ্বিতীয় বারেরমত মহিলা ভাইস-চেয়ারম্যান হয়েছেন মোছা. আনোয়ারা বেগম।

অবাধ-সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ২১শে মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৮৩ ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্র সমূহে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান ৬ জন,ভাইস-চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান ৪ জনসহ মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ছিল ১৩ জন। এ রিপোর্ট লেখা কালীন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান উপজেলা পরিষদ হলরুমে রাত সাড়ে ৯টায় সর্বশেষ সরকারি প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনী ফলাফলে আলহাজ্ব একেএমে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ মোটর সাইকেল প্রতীকে ১৯ হাজার ৫’শ ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌহিদুল ইসলাম মন্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট,একই পদে তহিদুল আমিন মন্ডল সুমন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৮ ভোট,এ্যাড.জরিদুল হক কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫ শত ১৯ ভোট,নাজিবুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯ শত ৮১ ভোট, সর্বনিম্ন ভোট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন তিনি শালিক পাখি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪ শত ১৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আবু ফরহাদ মন্ডল তালা প্রতীকে ২৪ হাজার ৩’শ ৬ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন টিউবওয়ের প্রতীকে ২০ হাজার ৭’শ ৮৪ ভোট,আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী পলাশ চশমা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২ শত ৭৮ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম কলস প্রতীক নিয়ে ২১ হাজার ৯’শ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিক্তা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮’শ ৬৭ ভোট। এছাড়াও উম্মে কুলছুম বেবী হাঁস প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ১ শত ৬৩ ভোট,জেএম হামিদা আক্তার চৌধুরী সেলাই মেশিন প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১ শত ৬৮ ভোট।

নির্বাচনে এ উপজেলায় মোট ভোটের ৩০.১৫% ভোট প্রয়োগ করা হয়েছে। উপজেলার পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে ৮৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২’শ ৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯ এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও তৃতীয় লিঙ্গের (হিজরা) ১ জন।

নির্বাচনী ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা সহকারি কমিশনার মাহমাদুল হাসান,থানা অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামান,স্থানীয় গণমাধ্যম কর্মীসহ প্রতিদ্বন্দী প্রার্থী,নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments