শরীয়তপুর বিশেষ সংবাদদাতা।।
করোনা মহামারিতে মানুষের বাড়ি খাবার পৌছে দিচ্ছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সিপন সরদার। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে করোনায় হতদরিদ্র ও কর্মহীন শতাধিক মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনিয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গত কয়েকদিন ধরে ভ্যান গাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌছে দেওয়ায় খুশি হতদরিদ্র পরিবার গুলো।
ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত নুরুল ইসলাম সরদারের ছেলে সিপন সরদার বলেন, করোনা আসার পর থেকে এই এলাকার দরিদ্র মানুষের তালিকা করে খাদ্য সমগ্রী পৌছে দিয়েছি। এলাকার মানুষের জন্য কাজ করলেও কিছু মানুষ অপ্রচার চালাচ্ছে। কারণ এ ওয়ার্ডের মানুষের জন্য সুনামের সাথে আমার পিতা কাজ করে গেছেন। এরপর আমার চাচা ইউপি সদস্য ছিলেন। এখন বর্তামানে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে আমার চাচি মানুষের সেবা করে যাচ্ছেন। যতদিন বাঁচবো মানুষের পাশে থাকবো।