Wednesday, July 2, 2025
Homeসারাদেশঢাকা বিভাগটঙ্গীতে অন্তিম আলো ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

টঙ্গীতে অন্তিম আলো ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ সংবাদদাতা।।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড গাজীবাড়ী পুকুরপাড় আলোকিত জাতি গঠনের প্রত্যয়ে অন্তিম আলো ফাউন্ডেশন নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ মানুষের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১টি সাবান, ১টি হ্যান্ডসেনিটাইজার ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। আজ সোমবার সকালে গাজীবাড়ী পুকুরপাড় এলাকায় সরকারি নিয়ম মেনে ৩শত গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যানও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, অন্তিম আলো ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান নূর রায়হান, সদস্য তানভীর হাসান সায়েদ, ইমান হোসেন রাব্বী, সজিব আহমেদ, জোনায়েদ হোসেন রিপন, মোঃ সোহেল মিয়া, আল মামুন, নয়ন খান দিপু, মোঃ মনির হোসেন, ফয়সাল আহমেদ, আল আমিন, রনি আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩শ’ পরিবারের মাঝে চাউল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, ডাল, সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডে কোন লোক অনাহারে থাকবে না। কারো খাদ্যের অভাবে হবে না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এর নির্দেশে আমরা সতর্ক আছি। সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে যাবে। আমি আশা রাখি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments