Wednesday, July 2, 2025
HomeScrollingজুনের দুই সপ্তাহেই মে মাসের মোট আক্রান্ত-মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে

জুনের দুই সপ্তাহেই মে মাসের মোট আক্রান্ত-মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে

দেশে প্রথম করোনাভাইরান আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। করোনা শনাক্তের পর সোমবার (১৫ জুন) ১০০ দিন পার করলো বাংলাদেশ। করোনা শনাক্তের শততম দিনে তিন হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৮ জনের। সবমিলিয়ে ১০০ দিনে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জন, মৃতের সংখ্যা এক হাজার ২০৯ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত মে মাসে করোনায় আক্রান্ত মোট শনাক্ত হয় ৩৯ হাজার ৫৩৭ জন। আর জুনের দুই সপ্তাহেই শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৬৭ জনে। মে মাসে মারা যান ৪৮২ জন, আর জুনের প্রথম দুই সপ্তাহে মারা গেছেন ৫২১ জন। তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মে মাসের শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা জুনের প্রথম দুই সপ্তাহেই অতিক্রম করেছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে করোনা শনাক্তের প্রথম সপ্তাহে ৩ জন, দ্বিতীয় সপ্তাহে ২ জন, তৃতীয় সপ্তাহে ২২ জন, চতুর্থ সপ্তাহে ২১ জন, পঞ্চম সপ্তাহে ৭৫ জন, ষষ্ঠ সপ্তাহে ৪৯৮ জন, সপ্তম সপ্তাহে এক হাজার ৮৩৫ জন, অষ্টম সপ্তাহে ৩ হাজার ৪৫৭, নবম সপ্তাহে ৪ হাজার ২৩০, দশম সপ্তাহে ৫ হাজার ৫৪৮, ১১তম সপ্তাহে ৬ হাজার ৫৭৭, ১২তম সপ্তাহে ১১ হাজার ৩৪২, ১৩তম সপ্তাহে ১৩ হাজার ৫৪৩, ১৪তম সপ্তাহে ১৮ হাজার ৬১৬, ১৫তম সপ্তাহে ২১ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের মাসভিত্তিক হিসাব থেকে জানা যায়, মার্চে শনাক্ত ৫১, এপ্রিলে ৭ হাজার ৬১৬, মে’তে ৩৯ হাজার ৫৩৭ এবং জুনের দ্বিতীয় সপ্তাহসহ এখনও পর্যন্ত শনাক্ত ৯০ হাজার ৬১৯ জন।

মৃত্যুর হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ৫ জন ,এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন এবং জুনে এখনও পর্যন্ত ৫২১ জন মারা গেছেন।

আইইডিসিআরের তথ্য বলছে, ২১ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ এবং ৬৫ শতাংশ মৃত্যু ৫০ বছরের বেশি বয়সীদের। আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে পুরুষের সংখ্যা ৭০ শতাংশের ওপরে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments