ইসলামে রমজান সবচেয়ে ফজিলতপূর্ণ ও বরকতময় মাস। এই মাসের একটি মহান রাতের নাম শবে কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এদিকে শবে বরাতের ফজিলতও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই ধর্মপ্রাণ মুসলিমরা প্রত্যেকটি মর্যাদাপূর্ণ দিন ও মৌসুমের জন্য আগেভাগে প্রস্তুতি গ্রহণ করে থাকেন। এসব দিক বিবেচনায় রেখে এখানে ২০২৪ সালের শবে বরাত, রমজান, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, হজ, আশুরা, বিশ্ব ইজতেমা ইত্যাদির সম্ভাব্য তারিখ ইসলামি ক্যালেন্ডারের আলোকে তুলে ধরা হলো।
বিশ্ব ইজতেমা : ২-৪ ফেব্রুয়ারি ও ৯-১১ ফেব্রুয়ারি
শবে মেরাজ : ৯ ফেব্রুয়ারি
রমজান : ১১ মার্চ, (সোমবার)
জুমাতুল বিদা : ৫ এপ্রিল (শুক্রবার)
শবে কদর : ৬ এপ্রিল (শনিবার)
ঈদুল ফিতর : ১০ অথবা ১১ এপ্রিল (বুধ-বৃহস্পতিবার)
ঈদুল আজহা : ১৬ অথবা ১৮ জুলাই (রোববার-মঙ্গলবার)
হজ : ১৫ জুন থেকে শুরু হতে পারে
ঈদে মিলাদুন্নবী : ১৬ সেপ্টেম্বর (সোমবার)
উল্লেখ্য, ইসলামি ক্যালেন্ডারের সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে এখানে বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে। আরবি মাস যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই উপরে উল্লেখিত ইসলামি আচার-অনুষ্ঠানগুলোর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে।