Wednesday, July 2, 2025
HomeScrollingভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির উত্তর-মধ্যাঞ্চলে সুনামি আঘাত হেনেছে।

সোমবার (১ জানুয়ারি) ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।

সুনামি আঘাত হানলেও এখানো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া দেশটির তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া গেছে।

এর আগে, সোমবার জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এদিকে, জাপনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

nhk

হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশ্ববর্তী জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় বিকেল ৪টা ০৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন শুরু হয়। এর পরে বিকেল ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ১৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ২৩ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি, বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প এবং বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments