Friday, May 10, 2024
HomeScrolling‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান’

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান’

বরাবরই বিস্ফোরক মন্তব্য করার জন্য জনপ্রিয় ভারতের দুই বার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এমনকী বহুবার এই সোজাসাপটা মন্তব্যের জন্য তাঁকে বহু ক্রিকেটারের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবার সেই গৌতমই ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন। ভারতীয় এই সাবেক তারকার মতে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান।

‘থাম্বসাপ ফ্যান পালস’ একটি সাক্ষাৎকারে গম্ভীর জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনও দলের ফিল্ডিং। সেখানেই সবার থেকে পিছিয়ে বাবর আজমেরা। তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।’

আইসিসি প্রতিযোগিতায় ভারতের থেকে যে পাকিস্তান পিছিয়ে পড়েছে সে কথাও স্পষ্ট জানিয়েছেন গম্ভীর। দুইটি বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার গম্ভীর বলেন, ‘ভারত কত বার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। আমার মনে হয় না পাকিস্তান এবার ফাইনালেই উঠতে পারবে না। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দুই কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছতেই পারে না।’

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। ফলে বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েও সেমিফাইনালের আগেই ছিটকে যায় দলটি। এদিকে গম্ভীর আশা করছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের ট্রফি খরা কাটবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments