মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গতদুদিন ও মাদারীপুর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা ও উপজেলা প্রশাসন। এসব অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পরেই মুড়িকাটা পেঁয়াজ কেজিতে বিক্রি হয়েছে ১২০ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে অধিকাংশ দোকানেই পাওয়া যায়নি দেশী পুরনো পেঁয়াজ। কয়েকটি দোকানে থাকলেও তা ১৮০ টাকায় প্রতি কেজি বিক্রি করতে দেখা গেছে। এছাড়া চায়না পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০-১১০ টাকা কেজি। যদিও এর আগের দিন মাদারীপুরে দেশী প্রতি কেজি ২২০-২৩০ ও আমদানি হওয়া পেঁয়াজ ১৯০-২০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে আগের চেয়ে কেজিতে দাম কমেছে ৪০ টাকার মতো।