Monday, May 20, 2024
HomeScrollingঢাকার ২০ আসনে নৌকার কাণ্ডারি হচ্ছেন যারা

ঢাকার ২০ আসনে নৌকার কাণ্ডারি হচ্ছেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন কারা পাচ্ছেন তা চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখন পর্যন্ত কয়েকটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। একে একে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে রোববার (২৬ নভেম্বর) বিকেলে তা আনুষ্ঠানিকভাবে জানাতে চায় আওয়ামী লীগ।

এরইমধ্যে বিভিন্ন মাধ্যম ও জনপ্রিয়তার মাপকাঠিতে বেশকিছু নাম উঠে এসেছে। বলা হচ্ছে- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা হতে পারেন নৌকার কাণ্ডারি।

দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২০টি ঢাকা জেলায়। বলা হয়- ঢাকা যার, দেশ তার। হয়তো সেভাবেই মাঠ গোছাচ্ছে ক্ষমতাসীনরা। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার আসনগুলোর বেশ কয়েকটিতে পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে আওয়ামী লীগ। জোটরা হারাচ্ছে ঢাকার একটি আসন। দেখা যাবে নতুন মুখ।

গত ১৮ নভেম্বর থেকে চারদিনব্যাপী দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চারদিনে ৩০০ আসনের বিপরীতে তিন হাজার ৩৬২টি ফরম বিক্রি ও জমা হয়। ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা-১৪ আসনে। আর সবচেয়ে কম মনোনয়ন প্রত্যাশী ঢাকা-১ ও ঢাকা-৩ আসনে।

ঢাকা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান। এছাড়া মনোনয়ন ফরম তুলেছেন মোহাম্মদ লিয়াকত আলী। জানা গেছে, একাদশ জাতীয় সংসদে প্রথমবার সংসদে বসা সালমান এফ রহমান এবারও দলের মনোনয়ন পেতে যাচ্ছেন।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, ডা. হাবিবুর রহমান, কামরুল ইসলাম, শাহিন আহমেদ, ইসতিয়াক আহমেদ, আনোয়ার শাহজাহান, আবদুর রহমান।

পরিবর্তনের প্রত্যাশা থাকলেও ঢাকা-২ আসনে এবার পরিবর্তন আসছে না বলে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবারও নৌকা পেতে পারেন বলে জানা গেছে।

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুইজন। বর্তমান সংসদ সদস্য নসরুল হামিদ বিপু এ আসন থেকে নৌকা পেতে পারেন বলে জোর আলোচনা রয়েছে। এছাড়া আসনটি থেকে নৌকার মনোনয়ন ফরম তুলেছেন মশিউর রহমান।

ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার খান, সানজিদা খানম, জগলুল কবির, আওলাদ হোসেন, কাজী হাবিবুর রহমান হাবু, দিলীপ কুমার রায়, মিরাজ হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, হারুন অর রশিদ, কে এম শহিদুল্লাহ, শফিকুর রহমান, শফিকুল ইসলাম খান, আসাদুজ্জামান মোল্লা, আকাশ কুমার ভৌমিক, তাজুল ইসলাম, শেখ মো. আজহার ও ওবায়দুর রহমান।

আসনটির বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এবারও জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন দলীয় নেতাকর্মীরা।

ঢাকা-৫ আসনে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। রফিকুল ইসলাম খান মাসুদ, মাহমুদুল হাসান, কে এনায়েতউল্লাহ, কাজী মনিরুল ইসলাম মনু, মো. মামুন, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, হারুন অর রশিদ মুন্না, চৌধুরী সাইফুন্নবী সাগর, শফিকুল ইসলাম খান, মো. আতিকুর রহমান, হারুন অর রশিদ, কামরুল হাসান, মশিউর রহমান সজল ও মিজানুর রহমানরা মনোনয়ন প্রত্যাশী হলেও বর্তমান সংসদ সদস্যের ওপরে দলের ভরসা থাকতে পারে বলে জানা গেছে।

ঢাকা-৬ আসনে পরিবর্তনের বড় আভাসের তথ্য মিলেছে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন আবু আহমেদ মন্নাফি, নজিবুল্লাহ হিরু, শহিদ উল্লাহ, হেদায়েতুল ইসলাম, সাইদুর রহমান, হাসনা বেগম, আবুল হোসেন, তানভীর আহমেদ ইমরান, জাকের পারভেজ অপু, সাঈদ খোকন, আসাদুর রহমান খান, চৌধুরী আশিকুর রহমান, এইচ এম রেজাউল করিম, শেখ মো. জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন বাদল।

জানা গেছে, এ আসনে মনোনয়ন পেতে পারেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।

ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিম পরিবার ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের মধ্যে প্রতিযোগিতা দীর্ঘদিনের। আসনটিতে নৌকা চান আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তাদের পাশাপাশি আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সঙ্গিতা বিশ্বাস, ওমর বিন আব্দুল আজিজ, নাজমুল হক, হাসিবুর রহমান, আখতার হোসেন, গোলাম মোস্তফা, হাজী মো. সেলিম, সোলায়মান সেলিম, ইরফান সেলিম, মাহমুদুল হাসান, মুসফিকুর রহমান ও মিল্টন শিকদার।

তবে সবাইকে ছাপিয়ে হাজী সেলিমের বড় ছেলে সোলায়মান সেলিম এ আসন থেকে নৌকা পেতে পারেন বলে জানা গেছে।

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে ফরম তুলেছেন এম এম মনিরুল ইসলাম, ফয়েজ উদ্দিন মিয়া, ফরিদ উদ্দিন আহমেদ রতন, শিরিন নাঈম, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, কামাল চৌধুরী, নজরুল ইসলাম, তারিকুল ইসলাম সাঈদ, মোজাফফর হোসেন পল্টু, সাঈদ খোকন, ফরিদা আক্তার, আওলাদ হোসেন, মোল্লা মোহাম্মদ আবু কাওসার, কাজী জাহানারা ইয়াসমিন, শাহ মনজুরুল হক, সৈয়দা রোকসানা ইসলাম চামেলী ও মুখলেসুর রহমান।

তবে শেষ সময়ে এ আসনে নৌকা পাওয়ার আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঢাকা-৯ আসনে আনিসুর রহমান, সাবের হোসেন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন সরকার পলাশ ও মিজানুর রহমান হোসেন মনোনয়ন প্রত্যাশী। তবে এ আসনে বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বহাল থাকার সম্ভবনা বেশি।

সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন ছাড়ার পর এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দিন দিন বাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী – আসরাফুল আলম, সাফিয়া খাতুন, দিল আরা খানম ডলি, রফিকুল ইসলাম বাবলা, শেখ সাইদুর রহমান, ইখলাসুর রহমান, ড্যানি সিডাক, রইচ উদ্দিন আলম মোল্লা, এস এম জাহাঙ্গীর আলম, পারভীন হক শিকদার, সাকিব আল হাসান, শফিউল ইসলাম, কামাল আহমেদ, মোমতাজ উদ্দিন ফকির, এম এম কামরুল আহসান, সেলিনা শাহনাজ ও কাজী মোরশেদ হোসেন কামাল।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা-১০ আসনে নৌকা পেতে পারেন অভিনেতা ফেরদৌস আহমেদ।

ঢাকা-১১ আসনে এবার নির্বাচন না করার সম্ভবনার কথা আগেই জানিয়েছিলেন আসনটির সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ। নিজের জায়গায় ছেলেকে দাঁড় করাতে চান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তালিকায় তার নামও আছে। পাশাপাশি মো. শাহজাহান, ইদ্রিস আলী মোল্লা, হেদায়েত উল্লাহ, এ এম জাহাঙ্গীর আলম, বশির আহমেদ, শফিকুল ইসলাম, মাসুম গনি, এ কে এম রহমত উল্লাহ, খন্দকার মমিনুর আলম, জাহাঙ্গীর আলম, কহিনুর আক্তার বিথি, আবু তৌহিদ, জাহানারা বেগম, শামিমা ফয়েজ, শামসুন্নাহার আলম, সাকিবুর রহমান, মফিজুল ইসলাম ও ওয়াকিল উদ্দিন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন প্রত্যাশী তালিকায় থাকা হেদায়েত উল্লাহ, এ কে এম রহমত উল্লাহর ছেলে। ধারণা করা হচ্ছে, এবার বাবার জায়গায় নৌকা পেতে পারেন তিনি।

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোট তিনজন। তারা হলেন- সাবিনা, আসাদুজ্জামান খান কামাল ও আ ক ম জামান উদ্দিন। তবে আসনটি থেকে বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নৌকা পাওয়ার সম্ভবনা বেশ প্রখর।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর কবির নানক, মো. সোলায়মান, খন্দকার শিমুল বিল্লাহ, নূরে আলম সিদ্দিকী, শেখ বজলুর রহমান, এম এ সাত্তার, লায়লা আক্তার, সাদেক খান ও শিরিন আহমেদ।

একাদশ সংসদে মনোনয়ন পেয়েও নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি সাদেক খান। ফলে এবার তার মনোনয়ন হারানোর কথাই এখন মুখেমুখে। তার জায়গায় ফিরতে পারেন ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ঢাকার ২০ আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী ঢাকা-১৪ আসনে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- এ কে এম মতিউর রহমান, আবু তাহের, মো. লুৎফর রহমান, কাজী ফরিদুল হক হ্যাপী, আগা খান মিন্টু, মিজানুর রহমান, এ বি এম মাজহারুল আলম, মাকসুদা হক, এ কে এম দেলোয়ার হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, মো. মহিবুল্লাহ, হায়দার আলী খান, সাবিনা আক্তার তুহিন, এম এন হানিফ, কাজী আশরাফ, রাজিয়া সুলতানা ইতি, সোহরাব হোসেন, দেওয়ান আব্দুল মান্নান, আব্দুর রউফ শিকদার, এখলাস উদ্দিন মোল্লা, মুজিব সারোয়ার মাসুম, খন্দকার শফিউল আজম, সর্দার মোহাম্মদ মান্নান, কাজী আসাদুল কবির ও এম এ সেলিম খান।

এ আসনে কার ভাগ্যে নৌকা জুটছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে- বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টুর ওপরই দল ভরসা রাখতে পারে।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। তার জায়গায় মনোনয়ন চান আবুল বাশার, এস এম আবুল কাসেম, সাইফুল্লাহ সাইফুল, হুমায়ূন রশিদ, মেজবাউল হক সাচ্চু। তাদের মধ্যে মেজবাউল হক সাচ্চু জনপ্রিয় হলেও এ আসনে নৌকার মাঝি বদলের সম্ভবনা নেই বলেই জানা গেছে।

ঢাকা-১৬ আসনের বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। আসনটি থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী – কাজী মোসাররফ হোসেন কাজল, সালাউদ্দিন রবিন, আবদুর রউফ নান্নু, শাহরুখ খান, সালাম হোসেন চৌধুরী, ইসমাইল হোসেন, আশিকুল ইসলাম ও শাহিদা তারেক দিপ্তী। তবে দলীয় সূত্রে জানা গেছে, আসনটিতে প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে না আওয়ামী লীগ।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী – মোহাম্মদ আলী আরাফাত, প্রদীপ আলেক সিরাস ডি কস্তা, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, আব্দুল কাদের খান, সৈয়দ তানভীর ইমাম, শামসুদ্দোহা খন্দকার, ওয়াকিল উদ্দিন, এ কে এম জসিম উদ্দিন, আরাফাত আশওয়াদ ইসলাম, সিদ্দিকুর রহমান, আবু সাঈদ, মো. আরফাতুল রহমান ও নূরজাহান বেগম।

আসনটির বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানে দলের অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায় তাকে। ফলে তাকেই পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে এটা অনেকটা নিশ্চিত দলীয় সূত্র।

ঢাকা-১৮ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী- রৌশান হোসেন পাঠান, আবেদ মনসুর, নির্মল ডি কস্তা, আনিছুর রহমান, সাইফুল ইসলাম, আফসার উদ্দিন খান, বশির উদ্দিন, আব্দুল বাতেন, জাহিদুল ইসলাম মোল্লা, খসরু চৌধুরী, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, রোকেয়া বেগম, শেখ মামুনুল হক, এম এম তোফাজ্জল হোসেন, নাজিমউদ্দিন, মনোয়ার ইসলাম চৌধুরী, মালেকা পারভীন, বর্ষান ইসলাম, মতিউর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াদুদ, সরদার ফয়সাল আহমেদ, এ কে এম মাসুদুজ্জামান, কামাল উদ্দিন, নাজমা আক্তার, মাহবুবুর রহমান হিরণ, নাজমা আক্তার ও হাবিব হাসান।

আসনের বর্তমান সংসদ সদস্য হাবিব হাসান পুনরায় নৌকা পাচ্ছেন বলে আলোচনা রয়েছে।

একই চিত্র ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনে। ঢাকা জেলার সাভারের অন্তর্গত এই দুই আসনে পরিবর্তনের কোনো আভাস নেই বলে জানা গেছে।

তবে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বেশ কয়েকজন। তারা হলেন- মঞ্জুরুল ইসলাম রাজীব, টি এম তাহমিদ জং, আবু আহমেদ নাসিম পাভেল, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মোরাদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, ডা. এনামুর রহমান, ইলোরা খান মজলিস ও ফারুক হাসান তুহিন।

ঢাকা-২০ আসনে নৌকা চেয়েছেন মোখলেস-উজ-জামান, আব্দুল কাদের মোল্লা, আব্দুল আলিম খান, মোহাদ্দিস হোসেন, এম এ মালেক, বেনজির আহমেদ, গোলাম কবির, আহমেদ আল জামান, এনামুর হক, সোহানা জেসমিন, মীর কামরুন্নাহার, সুধীর চৌধুরী, মিজানুর রহমান মিজান, চৌধুরী আলী আহমেদ ও মনোয়ার হোসেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments