Wednesday, May 8, 2024
HomeScrollingবিরামপুরে জাতীয় যুব দিবস পালিত

বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন, সফল আত্মকর্মীর মাঝে যুবঋণ ও সনদপত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিরামপুর, দিনাজপুরের আয়োজনে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, গ্রাম বিকাশ কেন্দ্র কেটরাহাট শাখার সম্বৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী দেবব্রত বাকচি, সফল আত্মকর্মী মাসুদুর রহমান, মাহাদী বুটিকস এর সফল সংগঠক নাসরিন আক্তার সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে সফল আত্মকর্মীদের মাঝে যুবঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল।

এসময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশিলসমাজ, সুধিজন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সফল আত্মকর্মী,স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments