মাহামুদুল হাসান মুক্তা, জামালপুর।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি আসনে নারীদের প্রাধান্য দেয়া, নির্বাচনী ইশতেহারের জন্য গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা চিহিৃত করা এবং নির্বাচনকে সামনে রেখে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া, হরিজন, প্রতিবন্ধী মানুষদের সামনে এনে স্মার্ট হিসেবে রূপান্তরিত করে গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিণির্মানের জন্য কাজ করে যাচ্ছেন নারী নেত্রী ফারজানা ইয়াসমিন লিটা।
সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় নারী নেত্রী ফারজানা ইয়াসমিন লিটা বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বি করাসহ বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যাংকিং, ট্রেনিং, বিভিন্ন ভাতা, নারী উদ্যোক্তা তৈরী এবং সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে বলেই দেশে আজ সবক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছেন। সচিব থেকে মেজর জেনারেল প্রতিটি পেশায় নারীদের সফল পদচারণায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এর রূপকার হচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের সবচেয়ে বড় শক্তি, বড় সাহস। দেশের এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে ইতিমধ্যে আমি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এদেরকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগমসহ নারী উদ্যোক্তা, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
LN24BD