Friday, May 10, 2024
HomeScrollingযুবককে গাছে বেঁধে নির্যাতন, যুবলীগ নেতা কারাগারে

যুবককে গাছে বেঁধে নির্যাতন, যুবলীগ নেতা কারাগারে

জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশ পরিচয়ে মো. সুমন নামের এক যুবককে তুলে নিয়ে বিবস্ত্র করে গাছে বেঁধে পেটানোর মামলায় যুবলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এরআগে দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বর্ডার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রামগতি থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহিম চরবাদাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং রামগতি উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক শাহ মোঃ রাকিবের অনুসারী হিসেবে পরিচিত।

ভূক্তভোগী সুমন চর বাদাম ইউনিয়নের পূর্বচরসীতা গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে। পেশায় তিনি গাছ ব্যবসায়ী।

মামলা সূত্র জানায়, গত ৭ জুন সাড়ে ৭ টার দিকে সুমনদের এলাকা পঞ্চায়েত বাড়ির জামে মসজিদের সামনের রাস্তায় দুটি সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন লোক আসে। একপর্যায়ে মামলা আছে বলে তাঁরা পুলিশ পরিচয়ে সুমনকে তুলে নিয়ে যায়। পঞ্চায়েত বাড়ির জামে মসজিদ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভুলুয়া নদীর পাশে ফিরোজ মিয়ার প্রকল্প এলাকার নির্জনস্থানে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি সবাইকে চিনতে পারেন। এসময় গাছের সঙ্গে দুই হাত বেঁধে তাঁর (সুমন) মোবাইলফোন থেকেই যুবলীগ নেতা ও ইউপি সদস্য আবদুর রহিমকে কল দেয়া হয়। এরপর আবদুর রহিম এসে তাঁকে বিবস্ত্র করার নির্দেশ দেয়। একপর্যায়ে তাঁর শরীরে পিঁপড়া ছেড়ে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারতে থাকে। পরে মুখে কাঁদা ঢুকিয়ে দিলে বমি করেন। এসময় ফের মুখে লতাপাতা ঢুকিয়ে দেওয়া হয়। পরে মুখমন্ডলে কালোকাপড় বেঁধে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁরা। পরদিন সুমনের ভাই আবদুল মাজেদ রাজিব বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। এতে যুবলীগ নেতা আবদুর রহিমসহ ৭ জনের নাম উল্লেখ ও অচেনা আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী মো. ইয়াহিয়া সোহাগ জানান, মামলার পর আসামি আব্দুর রহিমসহ অন্যান্যরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নেন। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হলে গত ২৪ জুলাই আসামিদের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। অন্যান্য আসামিরা উপস্থিত হলেও আব্দুর রহিম উপস্থিত হননি। এতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, অপহরণ মামলায় পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments