ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি)র শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্টের পুরস্কার পেয়েছেন ঘাটাইলের কৃতিসন্তান মোঃ উজ্জল হোসেন। গত ২০ই আগস্ট (সোমবার) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঢাকা মেট্রোপলিটনের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্টের মাঝে পুরস্কার প্রদান করেন।
এর আগেও ডিএমপির মে মাসের এবং ২০১৬সালেও শ্রেষ্ট পুলিশ সার্জেন্টের পুরস্কার জিতেন উজ্জল হোসেন।
পুলিশ সার্জেন্ট উজ্জল হোসেন ১৯৮৮সালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোঃ আঃ খালেক ও মায়ের নাম মোছাঃ মালেকা বেগম। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি স্থানীয় কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫সালে ম্যধ্যমিকে পাশ এবং জিবিজি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে পুলিশ সার্জেন্ট হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি তেজগাঁও ট্রাফিক জোনে সৎ, ন্যায়, কৃতিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি তার গ্রামে বিভিন্ন উন্নয়নমুলক কাজের সাথেও জরিত থেকে এলাকার বিভিন্ন উন্নমনমুলক কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামের রাস্তা পাকাকরণ ও একটি মসজিদ নির্মাণাধীন রয়েছে।